Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামারপল্লীতে ব্যস্ততা, বিক্রি নিয়ে শঙ্কা [ছবি]


৮ জুলাই ২০২২ ১৯:২২ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:৪৯

আর মাত্র এক দিন পরেই ইদুল আজহা। স্বাভাবিকভাবেই কোরবানি সামনে রেখে এই সময়ে বাড়তি চাহিদা তৈরি হয় ছুরি-বটি-চাপাতির। বলা যায়, এটিই কামারপল্লীর কারিগরদের ভরা মৌসুম। স্বাভাবিকভাবেই কামারপল্লীতে দিনরাত চলছে হাতুড়ি পেটার টুং টাং শব্দ। ইদ সামনে রেখে দোকানগুলো ভরে উঠছে ছুরি-বটি-চাপাতিতে। কারিগররা দম ফেলার ফুসরতও পাচ্ছেন না। তবে বেচাবিক্রি ভালো হলে সেই ব্যস্ততার ক্লান্তিও নিমেষেই দূর হয়ে মুখে হাসি ফোটে। এবারে সেই হাসি ফুটবে কি না, তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

বিজ্ঞাপন

কারিগররা বলছেন, লোহা ও কয়লার দাম আগের তুলনায় অনেক বেশি। ফলে তারা যেসব পণ্য তৈরি করছেন, সেগুলোর খরচ বেড়ে যাচ্ছে। সে তুলনায় বিক্রি করতে পারছেন না কাঙ্ক্ষিত দামে। বিক্রির পরিমাণও আগের বছরগুলোর তুলনায় কম। ফলে কারিগররা নেই স্বস্তিতে।

কারওয়ান বাজারের কামারপল্লী থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

কামারপল্লী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর