সেতু হয়ে প্রথমবার পদ্মার এপাড়-ওপাড় [ফটো গ্যালারি]
২৬ জুন ২০২২ ১০:৫৯ | আপডেট: ২৬ জুন ২০২২ ১৫:১৪
দুয়ার খুললো স্বপ্নের পদ্মা সেতুর। রোববার ভোর থেকে সেতু হয়ে প্রমত্তা পদ্মার এপাড়-ওপাড়ে পার হয়েছে সাধারণ যানবাহন। সকাল ছয়টা থেকে টোল গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও অপেক্ষমাণ গাড়ির চাপ বাড়তে থাকায় ১৫ মিনিট আগেই সাধারণ যানবাহনের চলাচলের অনুমতি দেওয়া হয়। প্রথম ধাপে একসঙ্গে পাঁচটি গাড়ির মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
এর আগে শনিবার দিবাগত রাত থেকে সেতুর মাওয়াপ্রান্তে এসে জড়ো হয় অসংখ্য গাড়ি। কেউ যাচ্ছেন কাঙ্ক্ষিত গন্তব্যে, আবার কেউ এসেছেন কেবল পদ্মা সেতু দেখতে।
সেতুর উপরে গাড়ি না থামানোর নির্দেশনা থাকলেও বহু মানুষকে গাড়ি থেকে নেমে হাঁটাচলা করতে দেখা গেছে। সেতু পারাপারের সময় চালক-যাত্রীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। এসময় কেউ কেউ মুক্ত গলায় গান ধরেছেন, আবার অনেকেই স্মৃতি ধরে রাখার মাধ্যম হিসেবে ছবি তুলেছেন, কেউ ‘ভি’ চিহ্ন দেখিয়ে বিজয় ঘোষণা করেছেন। সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান-এর ক্যামেরায় ধরা পড়েছে উদ্বোধনের দ্বিতীয় দিন ও সাধারণ যান চলাচলের প্রথম দিনের সকালে পদ্মা সেতু।
সারাবাংলা/আইই