পদ্মা সেতুর ছবি
৭ জুন ২০২২ ১৯:০৭ | আপডেট: ৭ জুন ২০২২ ২০:৪৫
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দ্বিতল সেতুর এক অংশ মুন্সিগঞ্জের মাওয়া এবং অপর অংশ শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। একইসঙ্গে, রেল ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। ২৫ জুন এই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পদ্মা সেতু এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।