ইফতারের আকর্ষণ বেইলি রোড | ছবি
৮ এপ্রিল ২০২২ ১৮:০৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২০:৩৪
রাজধানী ঢাকায় ইফতার শব্দটি শুনলে একটা সময় বিশেষভাবে কেবল উঠে আসত চকবাজারের নাম। তবে সেই চিত্র পাল্টে দিয়েছে বেইলি রোড। বৈচিত্র্যময় সব ইফতারের সমাহার নিয়ে রাজধানীর বেইলি রোডও পরিণত হয়েছে ইফতারপ্রেমীদের অন্যতম গন্তব্যে। তাই রমজান মাস এলেই প্রতিদিন দুপুর থেকে শুরু হয় বেইলি রোডে ইফতারের বিকিকিনি। সড়কে বসানো দোকান কিংবা রেস্টুরেন্ট— বিকেল নাগাদ জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা।
বেইলি রোড থেকে ইফতার বাজারের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ