কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২২ ১২:৪১ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৪:৪১
২৭ মার্চ ২০২২ ১২:৪১ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৪:৪১
কাতারের আল সামাল রোডে সড়ক দুর্ঘটনায় তিনি বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।
সেখানকার বাংলাদেশি কমিউনিটি জানিয়েছে, তাদের নিজস্ব গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই ঠিক করেছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। এসব শিক্ষার্থী কাতারে বাবা-মায়ের সঙ্গেই বসবাস করতেন।
সারাবাংলা/এএম