ঝরা পাতায় প্রকৃতি লিখছে চৈত্রের আগমনী বার্তা [ছবি]
১৩ মার্চ ২০২২ ০৮:৫২ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১২:২৭
শীতের শুকনো ঝরা পাতার মর্মর ধ্বনিতে প্রকৃতিতে লেখা হচ্ছে চৈত্রের আগমনী বার্তা। গাছে গাছে নতুন পত্র-পল্লব বলছে নতুন জীবনের গল্প। ঋতুর পালাবদলে প্রকৃতিতে চলছে এখন রঙের খেলা।
রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে কানপাতলেই শোনা যায়, ঝরাপাতার বুকে পথচারীর পায়ের চাপায় সৃষ্ট মর্মর ধ্বনিতে প্রকৃতিতে এক আনমনা সুরমুর্ছনা তৈরি হয়েছে। রমনা পার্ক থেকে ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলা স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।