কচি-কাঁচায় মুখরিত বইমেলা | ছবি
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৫
শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। এ বছর দুই সপ্তাহ পিছিয়ে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলারও প্রথম ছুটির দিন। আর ছুটির দিন মানেই সকাল থেকে শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত বইমেলা প্রাঙ্গণ। তেমন চিত্রের দেখা মিলল এই বইমেলার প্রথম এই শুক্রবারেও।
সাধারণ দিনগুলোতে দুপুর ২টায় মেলা শুরু হলেও শুক্র-শনিবার সকাল ১১টাতেই খুলে যায় বইমেলার দ্বার। এদিনও সকাল ১১টা বাজতে না বাজতেই বইমেলায় প্রবেশ গেটে দেখা যায় শিশু-কিশোরদের উপস্থিতি। মেলার সুপরিসর প্রাঙ্গণে ঢুকেই ছোটাছুটি। সেই সঙ্গে বইয়ের স্টলগুলোতে ভিড়। স্টল থেকে স্টলে বইপত্র নেড়েচেড়ে দেখছে শিশু-কিশোররা। কেউ কিনছে, কেউ আরও কিছুটা সময় মেলায় কাটিয়ে ফেরার পথে কিনবে বলে বই বাছাই করে রাখছে। কেউ কেউ আবার পরদিন আসবে বলেও বই বাছাই করে রাখছে।
করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে এবারে মেলায় নেই শিশু প্রহর। তবে মা-বাবার সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিতে যে আবহ মেলায়, তাতে শিশু প্রহরের ঘাটতিটুকুও বোঝা যাচ্ছে না। শুক্রবার সকাল থেকেই প্রাণচঞ্চল বইমেলার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান