Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলে ফুলে ফাল্গুন, ভালোবাসা গুনগুন | ছবি


১৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৪

দুয়ারে বসন্ত। তাই বাতাসে শীতের টান ছাপিয়েও উষ্ণতা ছড়াচ্ছে হৃদয়। কেবল বসন্ত তো নয়, একই লগ্নে ভালোবাসা দিবসের আগমনও। পলাশ-শিমুলের ডালের আগুন আর মনের তাপের কাছে তাই শীতের হিমও পরাজিত। চারপাশজুড়েই তাই বাসন্তি হাওয়া।

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস মানেই যেন ফুলে ফুলে রঙিন চারপাশ। ফুলের দোকানগুলোও তাই সরগরম। রাজধানীর অন্যতম ফুলের বাজার শাহবাগও রঙে রঙিন। নানা রঙের ফুলের সঙ্গে সঙ্গে সেখানে ফুলের কারিগররা ব্যস্ত সময় পার করছেন ফুল দিয়ে নানা নকশার গহনা তৈরিতে।

বিজ্ঞাপন

কেবল ফুলের উপস্থিতিই নয়, ফুলে সেজে ওঠা তরুণীদের ভিড়েও রঙিন শাহবাগ। বাসন্তী আর লাল পোশাকের সঙ্গে হাতে ফুলের চুড়ি, গলায় ফুলের মালা, মাথায় ফুলের তাজ। একেকজন যেন ফুলপরি। বসন্ত শুরুর আগেই তাদের মনে বাসন্তি হাওয়া দোল দিয়ে যায় যেন।

কেউ পহেলা ফাল্গুনের জন্য কিনছেন পছন্দমতো ফুলের গহনা। কেউ কিনছেন ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে ফুলে ফুলে সাজিয়ে তোলার জন্য।

শাহবাগ থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

পহেলা ফাল্গুন ফুলের বাজার ভালোবাসা দিবস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর