Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দঘন সময় দুই বোনের


২০ অক্টোবর ২০১৮ ১৫:৫১ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৯:০৭

বোনের ছবি বোন তুলে দিচ্ছেন এমন ঘটনা খুবই সাধারণ। কিন্তু তা যদি হন স্বয়ং একজন প্রধানমন্ত্রী ও তার বোন… তখন সেই সাধারণ দৃশ্যটিই অসাধারণ হয়ে ওঠে। এমনই একটি অসাধারণ মূহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দেশের সুপরিচিত আলোকচিত্রী ইয়াসিন কবির জয়। ছবিটি তোলা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। গত ২৭ এপ্রিল তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানাও। সফরকালে কোনও এক সময় হোটেল বারান্দায় এই ছবিটি তোলা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ১৩ মিনিটে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। তাতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে আলোকচিত্রীর ভূমিকায়। ছবি তুলছেন ছোটবোন শেখ রেহানার।সিডনি বন্দরের দৃষ্টিনন্দন অপেরা হাউজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিটি তোলা হয়। হোটেলে অবস্থানকালে কোনও এক অবসরেই দুই বোন মেতে উঠেছিলেন এই ছবি তোলার আনন্দে।

আশরাফুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন- দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত …

উৎস: ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর