ঝড় সেজেছে আকাশে
২৫ জুন ২০১৮ ১১:২০ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১১:২৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বর্ষার দিন যতই আগাচ্ছে গরমও বেশ জাঁকিয়ে উঠছে। ভাগ্য ভালো যে রোজ একবার বৃষ্টি হয়, না হলে কী যে হতো!
আজ গরম সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৬। আকাশে অনেক মেঘ। আর মেঘগুলো কালো কালো। ঝড় একটা আজ হবেই হবে। আবহাওয়ার পূর্বাভাসও তাই বলছে।
আজ দুপুর নাগাদ একটা ঝড় হতে পারে না হলে সন্ধ্য নাগাদ হবেই হবে। ব্যস হয়ে গেলে গরমে শান্তি। ওমনিই প্রাণ জুড়িয়ে যাবে বাতাসে।
ঝড় আর ঝরো হাওয়ার দিনটি কাটুল নিরাপদে।
সারাবাংলা/এমএ/ টিএম