বৃষ্টিহীন মেঘের দিনে
১৭ জুন ২০১৮ ১১:৪৫ | আপডেট: ১৭ জুন ২০১৮ ১১:৪৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যন্ট এডিটর ।।
একটা কথা আছে না, দাঁতের বদলা দাঁত? তোদ আর বৃষ্টির মৌসুম এখন সেটা স্বার্থক করতে ব্যস্ত। গরমের মৌসুম বৃষ্টি বাদল দখল করে রেখেছে, এখন বর্ষার মৌসুম গরমের দখলে।
আজ আষাঢ় মাসের ৩ তারিখ। সেই দিনের সম্মান রেখে আকাশে অনেক মেঘ। কোনো কোনো বেলায় তো ১০০ শতাংশ আকাশই মেঘে ঢেকে যাবে, যখন কম হবে তখনও ৯৫ শতাংশের কম হবে না। কিন্তু যেটা জানা আবশ্যক তা হচ্ছে মেঘ হলেও বৃষ্টি কিন্তু আজ আসবে না। বাতাসের আর্দ্রতা শিশিরাঙ্ক পর্যন্ত পৌঁছাবেই না। ৬০-৭০ শতাংশের মধ্যে ঘুরপাক খাবে।
বৃষ্টি না আসলে যতই মেঘের ছায়া থাকুক গরম বাড়বেই। মেঘের ওপাড়ে সূর্য একদম ফুঁসছে গরম বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে।
আজ গরমে চামড়া কড়কড় করবে খুব, বাতাসের আর্দ্রতা যে কম। ঘামও হবে না। ত্বক শুকনা শুকনা ঠেকবে। এরকম দিনে সানস্ক্রিন আর ময়েশচারাইজার দুইটাই খুব দরকার হয়। আর হ্যাঁ পানির তেষ্টা খুব হবে।
তাই ঈদের দ্বিতীয় দিনে সবাই খুব করে পানি খান আর মেঘের দিনে উড়ে বেড়ান।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ