সাগরে নিম্নচাপ, ভূমিতে কালবৈশাখী
১১ জুন ২০১৮ ১১:২০ | আপডেট: ১১ জুন ২০১৮ ১১:২৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
জ্যৈষ্ঠের আজ ২৮ তারিখ। আষাঢ় মাস দুয়ারে কড়া নাড়ার ধার না ধেরে বৈশাখ থেকেই হুড়মুড় করে ঢুকে গেছে বর্ষা। ঝড় বাদলা দিয়ে বৈশাখ জ্যৈষ্ঠের রফাদফা করে এইবার অবশেষে তার আসার সময় হয়েছে।
বর্ষাকাল ঘনিয়ে আসায় ঝড় বৃষ্টি আরও পালে হাওয়া পেয়েছে। ফেণী ও তার আশপাশের এলাকায় অবস্থানরত মৌসুমি নিন্মচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বর্তমানে বাংলাদেশের কুমিল্লা ও ভারতের ত্রিপুরা অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় খুব মেঘ তৈরি হচ্ছে। সক্রিয় মেঘগুলো উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূল এলাকা আর নদী বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা এ বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ
আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে একটা কালবৈশাখীও অপেক্ষা করছে আকাশে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও বেশি বেগে বৃষ্টি হবে। বজ্র বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকায় কালবৈশাখী ঝড়টা আসবে দুপুর একটা নাগাদ। বৃষ্টি সারাদিন টিপটিপ করে পরবে সময় সময় ঝেঁপেও নামবে। এইরকম একটা দিনে শুধু আকাশ নয় পথ ঘাটও কাদায় ভেজা থাকবে। আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তার স্থায়িত্ব শুক্রবার পর্যন্ত। এর আগে সূর্য উঠবে না বলেই জানা যায় আবহাওয়ার পূর্বাভাস থেকে।
সারাবাংলা/এমএ