Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমী বায়ু এলো রে


৩ জুন ২০১৮ ১০:২১ | আপডেট: ৩ জুন ২০১৮ ১০:২৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বঙ্গোপসাগরে তৈরি একটি মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে এসে ঢাকা ও চট্টগ্রামের আশপাশের এলাকায় অবস্থান করছে। তার উসকানিতে একটা ঝড় ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুস্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালি, বরিশাল- এসব এলাকায় হতে পারে।

জ্যৈষ্ঠ মাসের আজকে ২০ তারিখ। আজকের ঝড়টা বিকাল নাগাদ আসার কথা। যতক্ষণ না আসবে গরমটা বাড়তে থাকবে, কমবে আর্দ্রতাও। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি, গায়ে অনুভূত হবে ৪০ ডিগ্রির মতো। সারাদিন এই গরমে যখন প্রাণ অতিষ্ঠ হয়ে যাবে তখন বিকালের ঝড়টা নেহায়েত খারাপ লাগবে না।

ঝড় মানে কেবলই ঝড় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অবশ্য পথঘাটের যে অবস্থা, বৃষ্টি এলে কাদা, জলাবদ্ধতার ভোগান্তি হবেই।

সাবধানে আর নিরাপদে কাটুক সপ্তাহের প্রথম দিনটি।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর