Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলফিনদের ‘সুখ’ মাপলেন ফ্রান্সের বিজ্ঞানীরা


২৮ মে ২০১৮ ১৭:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক।।

স্বাভাবিক অবস্থা থেকে বন্দি অবস্থায় ডলফিনরা কেমন বোধ করে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ফ্রান্সের পার্ক অ্যাসটেরিস্ক মেরিন পার্কে গবেষণা করছেন বিজ্ঞানীরা। সেখানে তারা বন্দি ডলফিনদের ‘সুখ’ মেপে দেখেছেন।

এতে ডলফিনের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের বন্দি জীবনকে বোঝার চেষ্টা করা হয়েছে। পার্ক অ্যাসটেরিস্ক ফ্রান্সের একটি থিম পার্ক যেখানে দেশটির সব থেকে বড় ডলফিনেরিয়াম (যেখানে মানুষের দেখার জন্য ডলফিন রাখা হয়) রয়েছে।

ওই গবেষণায় দেখা গেছে, ডলফিনরা বন্দি অবস্থায় একজন পরিচিত মানুষের সঙ্গ পেতে বেশি পছন্দ করে। তাদের ইতিবাচক অগ্রগতি ও কল্যাণের জন্য মানুষের সঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ।

বন্দি অবস্থায় ডলফিনদের অগ্রগতি পরিমাপ করতে তিন বছর মেয়াদী এই প্রজেক্টটি শুরু হয়, যা ‘অ্যাপলায়েড অ্যানিম্যাল বিহ্যাভিয়ার সায়েন্স’ জার্নালে প্রকাশ করা হয়েছে।

প্রজেক্টটির প্রধান গবেষক ডা. ইসাবেলা ক্লেগ ফ্রান্স বিশ্ববিদ্যালয়ের ‘অ্যানিম্যাল ল্যাব’ এর সহকর্মীদের সঙ্গে বসে ডলফিনদের আচরণ বিশ্লেষণের জন্য একটি পদ্ধতি তৈরি করেছেন। যার মাধ্যমে ডলফিনদের শারীরিক আচরণের উপর ভিত্তি করে তাদের অনুভূতি বিশ্লেষণ করা হয়েছে।

বিবিসিকে তিনি বলেন, এই গবেষণার মাধ্যমে বন্দি অবস্থায় ডলফিনরা কী ধরনের কার্যক্রমকে সব থেকে বেশি পছন্দ করে তা যাচাই করা হয়েছে। এই কার্যক্রমকে বাস্তবায়িত করতে তিন ধরনের কার্যক্রমকে বেছে নেন তারা। এর মধ্যে একটি ছিল প্রশিক্ষকের সঙ্গে ডলফিনদের খেলা।

অন্য দুটি কার্যক্রমের থেকে ডলফিনরা এই কার্যক্রমে সব থেকে বেশি সাড়া দিয়েছে উল্লেখ করে ডা. ইসাবেলা আরও জানান, ডলফিনরা পরিচিত মানুষদের সঙ্গে খেলতেই বেশি পছন্দ করে। অন্য প্রাণীরাও এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর