Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই অবিকল একই রকম মেঘলা দিনে


২৫ মে ২০১৮ ১০:৩৩

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

জ্যৈষ্ঠের গরমে যখন সবার প্রাণ ওষ্ঠাগত হওয়ার কথা তখন জল আর কাদায় অসহ্য দিন কাটাতে হচ্ছে। জ্যৈষ্ঠের আজ ১১ তম দিন!

আজকের আবহাওয়ার পূর্বাভাসেও সেই অবিকল একই রকম জল কাদা আর বজ্র। আকাশে মেঘ আছে বড়জোর ৬৮ শতাংশ। তবে এই মেঘও বৃষ্টি হওয়ার জন্য অনেক। সারাদিন থেকে থেকে বৃষ্টির কথাই বলছে আকাশের মেঘ। এত বৃষ্টির পরেও তাপমাত্রা বেড়ে হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেটা শরীরে অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো।

মেঘলা আকাশে রোদ খুব উজ্জ্বল হতে পারছে না তবে রোদ যখনই উঠবে অতিবেগুনী রশ্মির ইনডেক্সে ১১ উঠে বসে থাকবে।

যত রোদ হোক, বৃষ্টি নামুক, এমনকি পথে কাদাই থাকুক, তাও ছুটির দিনটিতে বেড়িয়ে পরুন বন্ধুদের বা প্রিয়জনদের সঙ্গে। বাসার কাছের পার্কেই বসে আসুন না কিছুক্ষণের জন্য অথবা হেঁটেই আসুন কিছুটা পথ। অন্য রকম সময় কাটানোতে মনে যে আনন্দ হবে সে রসদ নিয়ে নতুন সপ্তাহটা দারুণ কাটিয়ে দেয়া যাবে।

সারাবাংলা/এমএ

 

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর