এক দেশেরই আছে ৮৪০টি ভাষা
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮
কোনো অঞ্চল বা আলাদা কোনো দেশ- যেদিকেই তাকাই না কেন, সারাবিশ্বে অসমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ভাষা। এমনও দেশ আছে যেখানে ভাষা আছে আটশরও বেশি। চলুন জেনে নেওয়া যাক এমন দশটি দেশের কথা যেখানে সবচেয়ে বেশি ভাষায় কথা বলেন মানুষ।
পাপুয়া নিউগিনি
প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি প্রায় ৬০,০০০ বছর পুরনো। সাংস্কৃতিক ও জীব বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৯০ লাখ। দেশটিতে ৮৪০টি ভাষায় কথা বলেন স্থানীয়রা।
ইন্দোনেশিয়া
ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার একটি দেশ ইন্দোনেশিয়া। ১৭ হাজারেরও বেশি দ্বীপের এই দেশটিতে ভাষা আছে ৭১১টি।
নাইজেরিয়া
গিনি উপসাগরীয় অঞ্চলে আফ্রিকার দেশ নাইজেরিয়া। বিচিত্র প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের এই দেশটির মানুষ কথা বলেন ৫১৭টি স্থানীয় ভাষায়।
ভারত
দক্ষিণ এশিয়ার এই দেশটি পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। আয়তনের দিক দিয়ে সপ্তম ভারতে ৪৫৬টি ভাষা আছে। যারমধ্যে তিনটি হলো অভিবাসী ভাষা।
যুক্তরাষ্ট্র
৫০টি রাজ্যের এই দেশটিতে ১০১টি অভিবাসী ভাষা রয়েছে। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২৮টি ভাষায় কথা বলেন মানুষ।
অস্ট্রেলিয়া
আয়তনের দিক দিয়ে ৬ষ্ঠ এই দেশটিতে ভাষা রয়েছে ৩১২টি। যার মধ্যে ৮৫টিই অভিবাসী ভাষা।
চীন
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটিতে ৩০৯টি ভাষা রয়েছে যার মধ্যে দুইটি হচ্ছে অভিবাসী ভাষা।
ম্যাক্সিকো
দেশটিতে ৩টি অভিবাসী ভাষাসহ ২৯২টি ভাষা রয়েছে।
ক্যামেরুন
মধ্য আফ্রিকার এই দেশটির মানুষ কথা বলে ২৭৪ ভাষায়।
ব্রাজিল
আয়তনের দিক দিয়ে পঞ্চম এই দেশটিতে ২২১টি ভাষা রয়েছে। যার মধ্যে ৩টি অভিবাসী ভাষা।
সারাবাংলা/এসবিডিই