রোদ এলো বলে
২৪ মে ২০১৮ ১০:৩২ | আপডেট: ২৪ মে ২০১৮ ১০:৩৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
জ্যৈষ্ঠ মাসের ১০ তারিখ আজ। ঝড় কমে গেছে, বৃষ্টি একদম তোষক পেতে বসেছে আমাদের আকাশে। আজও সারাদিন থেকে থেকে বৃষ্টি হবে।
তবে ঝড়-বৃষ্টি যাই হোক, মেঘের রাজত্ব পতনের ধ্বনি শোনা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে। দুদিনের মধ্যেই ঝড় কমে যাবে, মেঘ ভেঙে যাবে। উঠবে তপ্ত সূর্য।
এত বৃষ্টি আর মেঘের মধ্যেও তাপমাত্রা আজ এক ডিগ্রি বেড়ে যাবে। এভাবেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা।
যাক রোদ উঠলে যদি পথ ঘাট একটু শুকায় প্রাণে একটু শান্তি পায়।
সারাবাংলা/এমএ/আইএ