কেমন হচ্ছে প্রিন্স হ্যারি ও মেগান মারকেল বিয়ের কেক?
১৯ মে ২০১৮ ১৩:২৬ | আপডেট: ১৯ মে ২০১৮ ১৪:১৯
আড়চোখে ডেস্ক
রাজকীয় বিয়ে নিয়ে কার না আগ্রহ থাকে! ব্রিটিশ রাজ পরিবারে চলছে বিয়ের আয়োজন। ব্রিটিশ প্রিন্স হ্যারির বিয়ে হচ্ছে মার্কিন অভিনেত্রী মেগান মারকেলের সঙ্গে। বিশ্নের কোটি মানুষের চোখ এখন এই বিয়ের দিকে। সবাই এখন বিয়ের নানা আপডেট পেতে আগ্রহী। অতিথিদের তালিকা, প্রস্তুতি, কনে কী পরবে, বরের পরিধানেই বা কী থাকবে, নতুন বিয়ের এই দম্পতির জন্য বানানো কেকটিও বা কেমন হবে।
তাহলে আসুন কেকটির কথাই জানা যাক। বিয়ের জন্য যে কেকটি বানানো হচ্ছে সেটিতে থাকছে বর-কনের ছবি। আর তা হবে হ্যারি মেগানের প্রকৃত আকারের সমান।
যুক্তরাষ্ট্রের হাফিংটনপোস্ট এ নিয়ে খবরে বলেছে, কেকটি বানাচ্ছেন মিস ম্যাসন নামের এক নারী। কেক তিনি বানান শখের বসে। তবে তাতে যেমন থাকে সৃষ্টিশীলতা তেমনি অভিনবত্ব।
মিজ ম্যাসন এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। তাতে তিনি বৃহৎ আকৃতির এই প্রিন্স হ্যারি-মেগান মারকেল কেক বানানোর প্রক্রিয়টিও তুলে ধরেছেন।
কেকটি সোজা লম্বা আকৃতির দুটি মূর্তি। প্রকৃতপক্ষে বাগদানের পর প্রিন্স হ্যারি ও মেগান মারকেল যখন প্রথমবার জনসমক্ষে আসেন তখনকার তোলা ছবিটিই পরিণত হয়েছে এই কেকে।
মিজ ম্যাসন কাজটি শেষ করতে সময় নিয়েছেন ২৫০ ঘণ্টা। এটি মুখত বরফ ও চকলেট দিয়ে বানানো। আর ব্যবহার করা হয়েছে ৩০০ ডিম, ১৫ কেজি মাখন ও ১৫ কেজি ময়দা দিয়ে।
প্রথম এই কেকের একটি কাঠামো দাঁড় করান যাতে মূলত ব্যবহার করেন ভ্যানিলা বাটার ক্রিম। এরপর কেকটিকে ছবির কাঠামোয় কেটে নিয়ে ৫০ কেজি বরফ ব্যবহার করেন।
এই কেকের মূল কাঠামোটি ছাড়া সবটাই খাবার যোগ্য উপাদান।
আরও পড়ুন….
সারাবাংলা/এমএম