ঘুম ভাঙানি ঝড়
১৬ মে ২০১৮ ১০:১৩ | আপডেট: ১৬ মে ২০১৮ ১০:১৪
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
জ্যৈষ্ঠের দ্বিতীয় দিন শুরু হয়েছে ঝড়ের হার্ড রক কনসার্টে। সকাল হতেই ঝকঝকা আকাশ। বাতাসে কী ভীষণ সতেজ এক অনুভব!
আজ সকালের রৌদ্রজ্জ্বল আকাশ দেখে যে কেউ ভাববে ঝড় বুঝি বাড়ি গেছে, কিন্তু না। ঝড় আমাদের ভূমিকেই নিজের বাড়িঘর ঘোষণা করেছে। আজকেই আরও দুবার তিনি আসবেন এলাকা পরিদর্শনে।
ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, ঝড় একবার আসবে বেলা ২টায় আরেকবার সন্ধ্যা ৭টায়। ঝড়ে-বাদলে তাপমাত্রাও কমে গিয়েছে, সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলয়াসিয়াস।
কে বলবে পৃথিবী নিজেকে ঠাণ্ডা রাখার জন্য এগুলো স্বরচিত পরিকল্পনাই করেছে কি-না। আমাদের মানুষদের গরম বাড়ানোর কার্যকলাপে এটাই হয়তো তার নিরব প্রতিবাদ!
শুভ কাটুক উজ্জ্বল, শীতল আর ঝড় প্রবণ দিনটি।
সারাবাংলা/এমএ/আইএ