জ্যৈষ্ঠ এলো রে
১৫ মে ২০১৮ ১০:২৪ | আপডেট: ১৫ মে ২০১৮ ১০:৩৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঝড়ের মেজাজ অব্যাহত রেখেই এসে গেছে জ্যৈষ্ঠ মাস। আশা করা যাচ্ছে এবার রোদের প্রভাব বাড়বে আর ফল ফলাদিও পাঁকবে।
আমাদের রোদের আশার মুখে অবশ্য ছাই ছুড়ে মেঘ জানিয়েছে ঝড় আজকেও দুবার আসবে। তবে দুদিন ধরে ঝড় যে আসি আসি বলে আসছে না, এই সুযোগে দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এটা অনুভুত হবে ৩৫ ডিগ্রির মতো। হুম এখনও ঢের শীত।
ধুলা আর অ্যালার্জির জন্য দিনটি বেশ শুভ। ঝড়, বৃষ্টি, রোদ আর ধুলোর দিনটা নিরাপদে কাটুক।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook