ঝড়ের দিনের সকাল শুরু ঝকঝকে রোদে
১২ মে ২০১৮ ১১:১৪ | আপডেট: ১২ মে ২০১৮ ১১:২১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বৈশাখের ২৯ তম দিন আজ। আকাশে ঝকঝকে রোদ, মেঘও তেমন নেই। সবাই খুশি হয়ে ভাবছে এই বুঝি ঝড়ের দিন ফুরালো। কিন্তু না, ঝড় কিন্তু ঠিকই আজ এসে পড়বে আমাদের এইসব আনন্দ ভন্ডুল করতে!
শনিবারের (১২ মে) আবহাওয়া পূর্বাভাস বলছে, আজকেও ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। প্রথম ঝড়টার আসার কথা বেলা ১টা নাগাদ, এটি আসার আগে খুব মেঘ হবে আকাশে। একদম চারদিক কাল করে সূর্যকে ঢেকে দেওয়া মেঘ। তারপর ঝড়ের পরে বিকেলের দিকে যখন আকাশ একটু পরিষ্কার হবে, তখনই আবার দ্বিতীয় দফায় মেঘ করবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে দ্বিতীয় দফার বৃষ্টি আসতে আসতে রাত হয়ে যাবে হয়তো।
ঝড় বৃষ্টির ফাঁকে যখনই সূর্য একটু উঠার সুযোগ পাবে, খুব তাপ ছড়াবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা যদিও ৩৩ ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত হবে ৩৮ ডিগ্রির মতো।
স্যাঁতস্যাঁতে গরমের দিনটি কাটুক শীতল ও শান্তির অনুভূতি দিয়ে। শুভ সকাল।
সারাবাংলা/এমএ/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook