ঝড় যে কবে যাবে?
১০ মে ২০১৮ ১০:২৮ | আপডেট: ১০ মে ২০১৮ ১১:১২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঝড় কবে যাবে এই প্রশ্ন করতে করতে বৈশাখই চলে গেল প্রায়, তাও কালবৈশাখীর যাওয়ার নাম নেই। আজকেও নাকি বিকেলে ঝড় আসবে!
২৭তম বৈশাখের দিনে এসেও তাই আমাদের আজ প্রস্তুত হতে হবে মেঘের সঙ্গে মানিয়ে নেয়ার। এদিকে যতক্ষণ ঝড় আসবে না খুব গরম লাগবে, কারণ বাতাসের আর্দ্রতা অনেক বেশি।
গরম আর স্যাঁতস্যাঁতে দিন তবে শুরু হোক।
সারাবাংলা/এমএ/আইএ