Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘে মেঘে যায় বেলা


৮ মে ২০১৮ ১০:১৩ | আপডেট: ৮ মে ২০১৮ ১০:২৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।

বৈশাখের শেষ হতে পাঁচ দিন মাত্র বাকি। দিন যতই আষাঢ়ের দিকে আগাচ্ছে মেঘও ততো ঘনই হচ্ছে। আজ সারাদিন কেটে যাবে মেঘে মেঘে।

মেঘ থাকা সত্ত্বেও আজ দিনটা বেশ গরম। তাপমাত্রা যাদিও সেই ৩১ ডিগ্রি থাকবে। অনুভূত হবে ৩৮ ডিগ্রি মতো।

যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুধু মেঘই থাকবে, ঝড় বৃষ্টি কিছু হবে না। তাও মেঘ চোখের সামনে থাকার পরেও যদি আমরা বর্ষাতি না নিয়ে বের হই, আর বৃষ্টি পড়ে যায় তাহলে কেমন আফসোসটা লাগবে বলেন দেখি!

তাই ছাতা নিয়েই বের হন। পরনে থাকুক সুতির পাতলা কাপড়। আর্দ্রতার যে দশা, বৃষ্টি না হলেও নিজের ঘামে আজ নিশ্চিত গোসল হবে।

নিরাপদে কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর