বিরামহীন বৃষ্টি, ঝঞ্ঝা ঝড়ের দিনে
৭ মে ২০১৮ ০৯:৪৬ | আপডেট: ৭ মে ২০১৮ ০৯:৫৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঝড় ঝড় ঝড় এর বাইরে আমাদের জীবনে এখন আর কিছু আছে? সকালে উঠলেই মনে হয় নিজের বাড়িতে আর নেই, একদম সাজেক ভ্যালিতে চলে এসেছি। মেঘেরা জানালার সার্সিতে ধাক্কা দিয়ে বলছে, “এই যে আমরা উঠে গেছি।”
বৈশাখ তো প্রায় চলেই যাচ্ছে, আজ তার ২৪ তম দিন। এ বছরের বৈশাখের অন্য দিনগুলোর মতো আজকের দিনটিও যথারীতি মেঘের দখলে। আকাশের ৮৫ শতাংশই মেঘে ঢাকা।
মেঘের চাদরের নিচেই আজ দিনটি কেটে যাবে। সাথে আসছে থেকে থেকে বৃষ্টি। সারাদিন বৃষ্টির পরেও কিন্তু মেঘ ক্লান্ত হচ্ছে না। উল্টো বলা হচ্ছে বেলা চারটা নাগাদ একটা ঝড় আসবে। এই ঝড়ের তোপে আবার গাছ পড়বে, চলাচলে কষ্ট হবে।
এদিকে ঝড়ের ধাক্কায় ধাক্কায় তাপমাত্রা কমে একদম শীতকাল হয়ে যাচ্ছে। সকালের দিকে রীতিমতো কাঁপুনি লাগে। আজকের দিনে তাই শুধু ছাতা যথেষ্ট নয়। নিতে হবে একটু ভারি কাপড়ও। বাচ্চারা যারা স্কুলে যাতায়াত করবে তাদের বিষয়েও রাখতে হবে বিশেষ নজর।
শুভ কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook