রৌদ্র খেলার দিনে
৫ মে ২০১৮ ০৯:২৫ | আপডেট: ৫ মে ২০১৮ ১০:৩৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
ঝড়ের মৌসুমে যেখানে রোজ দিন ঝড় হচ্ছে সেখানে আজকের একটি দিন পাওয়া বিশাল ভাগ্যের বিষয়। অনেক অনেক দিন পরে আজকে কোনো ঝড়ের পূর্বাভাস নেই।
বৈশাখের ২২তম দিনে আজ সারাদিনের জন্য ঝড় নিচ্ছে বিরতি। সকালে ঝড় নেই, দুপুরে ঝড় নেই, এমনকি সন্ধ্যায়ও কোনো ঝড়ের পূর্বভাস নেই। আজ শুধু রৌদ্রের দিন।
আকাশে অনেক মেঘের খেলা থাকবে বলে রোদ ঠিক প্রাণ খুলে বাড়তে পারবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি। তবে আজ সারাদিনে গরম খুব বেশি লাগবে। মেঘে মেঘে আর্দ্রতা যে বাড়তি থাকবে!
একদিক দিয়ে ভাবলে গরম বাড়াই উচিত, গরমেরই তো মৌসুম। গরম যদি না বাড়ে তাহলে ফলগুলো কীভাবে পাকবে বলুন দেখি?
গরমের দিনটি খুব সুন্দর কাটুক। হঠাৎ রোদ, হঠাৎ ঝড়ে খুব অসুখ-বিসুখ যাচ্ছে, রোগ বালাই থেকে নিজেকে নিরাপদে রাখুন।
ঝড়ের পূর্বাভাসে যদিও বলা আছে ঝড় হবে না, তাও সাবধানের মার নেই। ঝড়ের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আজ বাদে কালই সে নামবে নিজ রূপে।
শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/আইএ/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook