Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুন লেখকদের অনুপ্রেরণায় জবি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স

আবু সুফিয়ান সরকার শুভ
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৬

জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স’ তরুন লেখকদের অনুপ্রেরণার আরেক নাম। প্রতি মাসে লেখকদের লেখালেখি সম্পর্কে ধারণা, মাসিক আলোচনা এবং সেরা লেখকদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকে সংগঠনটি।

তরুনদের অনুপ্রেরণা জোগাতে লেখালেখিতে শ্রেষ্ঠদের নির্বাচনের মাধ্যমে তাদের মাঝে পুরস্কার স্বরুপ দেশের বরণ্য লেখকদের বই প্রদান করা হয়। এছাড়া মাসিক আড্ডায় সকলের মাঝে বন্ধুত্ব, আড্ডা এবং মাতৃত্বোবোধের এক অন্যান্য পরিচিত স্থান হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ১০৪ নম্বর কক্ষ।

বিজ্ঞাপন

মুক্তবুদ্ধি চর্চা স্লোগানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কলাম মনোমুগ্ধকর ঘটনা নিয়ে ফিচার এবং বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের সমসাময়িক ঘটনা চিঠিপত্রের মাধ্যমে তুলে ধরতে দক্ষ করে তোলেন সংগঠনটি।

পত্রিকার লেখালেখি মাধ্যামে আনন্দের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে আনন্দ নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের আফরোজা আক্তার বলেন, ‘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স শুধু আমাদের বুদ্ধি বিকাশেই সহায়তা করে না বরং বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের সহায়তা করে। ফলে যে কোন সমস্যা আমরা নিজেরা পত্রিকার মাধ্যমে প্রশাসনকে জানাতে পারি৷ সমস্যা দ্রুত সমাধানের এ এক অনন্য মাধ্যম।’

গত ডিসেম্বর মাসের সেরা পুরস্কার বিজেতা মেহেদী শতাব্দী বলেন, ‘পত্রিকার লেখা প্রকাশের আনন্দ অন্যরকম। পত্রিকা খুলে যখন নিজের লেখা দেখি তখন অন্যরকম অনুভূতি কাজ করে। এরপর যখন শ্রেষ্ঠ লেখক হিসেবে পুরস্কার হাতে নেই এ উচ্ছ্বাস আমাকে আরো ভালো লিখতে অনুপ্রেরণা জাগাবে।’

বিজ্ঞাপন

শুধু লেখালেখিতে আগ্রহী করতেই নয় সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সফলতার গল্প ‘জবিয়ান কথন’ নামে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও দেশের বরণ্য ব্যক্তিদের নিয়ে নিয়ে পাবলিক লেকচারসহ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন আয়োজন করতে যাচ্ছেন।

সারাবাংলা/এজেডএস

জবি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর