বিশ্বকাপ-২০০২: চমকের বিশ্বকাপে ব্রাজিলের পঞ্চম
২৩ নভেম্বর ২০২২ ১০:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৫:২০
বিশ্বকাপ ২০০২ ফাইনালের পরিসংখ্যান
নতুন শতাব্দীর প্রথম বিশ্বকাপ খুঁজে নিয়েছিল নতুন গন্তব্য।
নতুন শতাব্দীতে বিশ্বকাপ পা রাখে নতুন মহাদেশ এশিয়ায়।
আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া-জাপান।
দুই দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এই প্রথম।
এশিয়ায় প্রথম বিশ্বকাপ আয়োজনে ছিল নানা চমক আর জাঁকজমকে ভরপুর।
আর এই চমকের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে…
নতুন উচ্চতা স্পর্শ করে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
জয় করে নেয় নিজেদের পঞ্চম শিরোপা।
নতুন শতাব্দীর প্রথম বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করে সর্বোচ্চসংখ্যক ১৯৮টি দেশ।
অবাক করা বিষয় হচ্ছে, এ বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকার…
যে দেশগুলোর বাদ পড়ার শংকা জেগেছিল তার মধ্যে ছিল ব্রাজিলের নামও।
এরপর টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে গত আসরের চ্যাম্পিয়ন
ও এই আসরের টপ ফেভারিট ফ্রান্স।
দ্বিতীয় ফেভারিট আর্জেন্টিনাও বিদায় নেয় গ্রুপ পর্বেই।
একই পরিণতি হয় উরুগুয়ে ও পর্তুগালের।
এতো অঘটনের মধ্যেই নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে…
বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল।
ফাইনালে জাপানের ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে…
৬৯ হাজারের বেশি দর্শক সামনে…
লড়াইয়ে নামে ব্রাজিল ও জার্মানি।
জার্মানির বিপক্ষের ফাইনালে ব্রাজিলের হয়ে দু’টি গোলই করেন রোনালদো।
ফাইনালে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল।
রোনালদো এই বিশ্বকাপে করেন সর্বোচ্চ ৮ গোল।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি আসরের ফাইনালে খেলা…
ব্রাজিলের দলনেতা কাফু দলের হয়ে বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেন।
ছবি: ফিফা ও গোল ডট কম
বিশ্বকাপ নিয়ে আরও পড়ুন—
- বিশ্বকাপ ১৯৯৮: জিদান জাদুতে ফ্রান্সের বিশ্বকাপ
- বিশ্বকাপ ১৯৯৪: নিষিদ্ধ ম্যারাডোনা আর ব্রাজিলের চতুর্থ শিরোপা
- বিশ্বকাপ ১৯৯০: ম্যারাডোনার কান্নার বিশ্বকাপে জার্মানির প্রতিশোধ
- বিশ্বকাপ ১৯৮৬: ম্যারাডোনাময় এক বিশ্বকাপের কথা
- বিশ্বকাপ ১৯৮২: ব্রাজিলকে কাঁদিয়ে নীলে রঙিন যে বিশ্বকাপ
- বিশ্বকাপ ১৯৭৮: বিতর্কের বিশ্বকাপে আর্জেন্টিনার অপেক্ষার অবসান
- বিশ্বকাপ ১৯৭৪: টোটাল ফুটবলের ব্যর্থতার আখ্যান
- বিশ্বকাপ ১৯৭০: বিশ্বকাপকে যেবার চিরতরে নিজের করে নিয়েছিল ব্রাজিল
- বিশ্বকাপ ১৯৬৬: যে বিশ্বকাপের নায়ক একটি কুকুর
- বিশ্বকাপ ১৯৬২: সাম্বার দেশে দ্বিতীয় বিশ্বকাপ
- বিশ্বকাপ ১৯৫৮: ছন্দময় ফুটবলের বিশ্বজয়ের শুরু
- বিশ্বকাপ ১৯৫৪: জার্মান মেশিনের সামনে পুসকাসের স্বপ্নভঙ্গ
- বিশ্বকাপ ১৯৫০: যে বিশ্বকাপ খেলতে ফুটবল দল খুঁজে পাওয়া যাচ্ছিল না
- বিশ্বকাপ ১৯৩৮: বিশ্বযুদ্ধের চোখ রাঙানি উপেক্ষা করে বিশ্বকাপ
- বিশ্বকাপ ১৯৩৪: ইতালিকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছেন মুসোলিনি!
- বিশ্বকাপ ১৯৩০: স্বাধীনতার শতবর্ষে উরুগুয়ের বিশ্বকাপ জয়
সারাবাংলা/এসবিডিই/এএসজি
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ-২০০২: চমকের বিশ্বকাপে ব্রাজিলের পঞ্চম