Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৮৬: ম্যারাডোনাময় এক বিশ্বকাপের কথা

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৮:৪৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫২

বিশ্বকাপ ১৯৮৬ ফাইনালের পরিসংখ্যান

যে কোনও ফুটবলপ্রেমীকে যদি প্রশ্ন করা হয়- ফিফা বিশ্বকাপের সেরা গোল কার?

অথবা বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত গোলটি কোন খেলোয়াড়ের?

দুটি ক্ষেত্রেই নিশ্চিতভাবে একটিই নাম আসবে। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা।

ছিয়াশির মেক্সিকো বিশ্বকাপের পুরো আলোই যেন কেড়ে নিয়েছিলেন ফুটবল মাঠের এই জাদুকর।

শুধু দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বে ফুটবলপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ১৯৮৬ আসর।

প্রায় একক নৈপুণ্যে তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েচিলেন কাঙ্খিত দ্বিতীয় শিরোপা।

ছিয়াশির বিশ্বকাপে ম্যারাডোনা ৭ ম্যাচে ৫ গোল করেছিলেন। জিতেছিলেন গোল্ডেন বলও।

ইংল্যান্ডের বিপক্ষের কোয়ার্টার ফাইনালের দুটি গোল করেন ম্যারাডোনা।

একটি সেরার সেরা, আর অন্যটি প্রবল বিতর্কিত।

হাত দিয়ে করা সেই গোলটিকে ‘ঈশ্বরের হাত’-এর গোল হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন ম্যারাডোনা নিজে।

আর ইংল্যান্ডের ছয়জন খেলোয়াড় এবং গোলরক্ষক পিটার মিলটনকে কাটিয়ে অপর যে গোলটি করেন সেটার তুলনা খুঁজে পাওয়া ভার।

সেমিফাইনালে ৫১ ও ৬৩তম মিনিটে করা ম্যারাডোনার দুই গোলে বেলজিয়ামকে হারায় আর্জেন্টিনা।

একইদিনে অন্য খেলায় দুই অর্ধের দুই গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে যায় জার্মানিও।

অবশেষে এলো ফাইনাল। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ও পশ্চিম জার্মানির ফাইনাল দেখতে।

টানটান উত্তেজনার সেই ম্যাচে ২-০ ব্যবধানে প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে ঘুরে দাঁড়ায় পশ্চিম জার্মানি।

বিজ্ঞাপন

কিন্তু শেষ দশ মিনিটে বুরুচাগার গোলে বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৮৬: ম্যারাডোনাময় এক বিশ্বকাপের কথা বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর