Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃত্রিম প্রজাপতি দেখে ক্ষেপে গেলেন দর্শক


১৬ ডিসেম্বর ২০১৭ ২২:১৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ২২:১৬

সারাবাংলা ডেস্ক

সম্প্রতি চীনে এক প্রজাপতি মেলার আয়োজন করা হয়। অনেক দর্শক টিকেট কেটে আসে উড়ন্ত প্রজাপতি দেখবেন বলে। কিন্তু একি! প্রদর্শনী জুড়ে শুধু অসংখ্য কাগজের তৈরি কৃত্রিম প্রজাপতি। শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হয় তাদের।

চায়নিজ নিউজ ওয়েবসাইট ‘গ্লোবাল টাইমসে’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি গুয়াংজি জুয়াং অঞ্চলে ডাইনোসর ও প্রজাপতি পার্কে জুলিং বেইঝাং এক্সিবিশন সার্ভিস কোম্পানি এ মেলার অয়োজন করে।

প্রজাপতি মেলায় চারিদিক থেকে কয়েক হাজার প্রজাপতি উড়ে এসে পার্কের দর্শকের কাঁধে, মাথায় ও আঙুলের ডগায় নাচানাচি করবে। এমন চটকদার বিজ্ঞাপন দেখে সেদিন ছুটে এসেছিলো অসংখ্য দর্শক। পরে মেলায় এসে হাজারও কৃত্রিম প্রজাপতি দেখে হতাশ হয়ে ফিরতে হয় তাদের।

গুয়াংজি নিউজকে দেওয়া সাক্ষাতকারে একজন বলেন, ‘প্রায় একশ মাইল দূর থেকে এসেছিলাম প্রজাপতি দেখার জন্য কিন্তু এখন মনে হচ্ছে আমি প্রতারিত হয়েছি।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। অনেকে লিখেছে এটা এক ধরনের প্রতারণা। পার্ক কতৃপক্ষ কিভাবে এটাকে অনুমোদন করতে পারলো।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর