সকালেই নামলো সন্ধ্যা!
২৯ এপ্রিল ২০১৮ ০৯:১৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ০৯:১৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।
১৬ বৈশাখ আজ। সকালে যখন সবাই জানার চেষ্টা করে, আচ্ছা, আজকের দিনটা কেমন যাবে? তখনই আকাশ ভেঙ্গে নামলো বৃষ্টি। যারা আরও একটু আগে ঘুম থেকে উঠেছিলেন তার দেখেছেন, কেমন কালো রাগী মেঘগুলো নেমে এসেছিলো প্রায় বাড়ির ছাদে!
ভাগ্যিস আজ ছুটির দিন। না হলে স্কুলে যাওয়া বাচ্চাগুলোর খুব কষ্ট হয়ে যেত, আর প্রায় অফিসেই সবাই দেরিতে পৌঁছাত।
এই বৈশাখে প্রতিদিনই প্রায় ঝড় হচ্ছে, ১৬ তারিখে এখন পর্যন্ত ১১টা ঝড় হয়ে গেছে এমনই বলছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের কারণে ভূমি ঠাণ্ডা থাকছে ঠিকই কিন্তু গাছপালা অনেক মরে যাচ্ছে দুমড়ে যাচ্ছে। এখন যদি আমরা গাছ না লাগাতে পারি তাহলে এ ঝড় আরও বাড়বে।
আজকের দিনের তাপমাত্রা গতকালের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম, সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। সম্ভাবনা আছে আকাশ সারাদিনই এমন মুখ গোমড়া করে রাখবে, ঝড় আরেকটা বিকালেও হবে বলে জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
এরকম একটা দিনে আর্দ্রতা অনেক বেশি হবে এটা তো বোঝাই যায়। কাদা আর ভাঙা রাস্তার ভোগান্তিও কম হবে না।
এইসব ভোগান্তি থেকে বাঁচতে গৃহী হয়ে বাড়ি বসে থাকাই ভালো। আর যদি বের হতেই হয় ছাতা নিতে ভুলবেন না।
নিরাপদে কাটুক পুরোটা দিন।
ছবি : মাহমুদ মেনন
সারাবাংলা/এমএ/টিএম