পাগলা হাওয়ার দিনে
২৬ এপ্রিল ২০১৮ ০৯:৩০ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ০৯:৪৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বৈশাখ মাসের ১৩ তারিখ হয়ে গেলো কদিনের মধ্যেই। এর মধ্যে প্রায় সবদিন ঝড় না হয় বৃষ্টি হয়েছে। তাই গরমটা এখন পর্যন্ত প্রাণান্তকর হয়ে উঠতে পারেনি।
আজকের দিনটা ঝড়ের একটু ছুটি। তাই বলে ঝড় কিন্তু বেশি দূরে কোথাও যাচ্ছে না। কাল নাগাদই আবার ফিরে আসার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়ার বার্তা।
আজকে ঝড় না হলেও টুকটাক বৃষ্টি হবে। এই টুকটাক বৃষ্টির সাথী হবে পাগলা বাতাস। জামা উড়বে, চুল উড়বে, শার্টের ভেতর ঢুকে শার্ট ঢোল করে দিবে।
আজকের দিনটির মতো চমৎকার দিন বছরে কমই আসে। কাল পর্যন্ত এই আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে ছুটির দিনে রিক্সাকে পঙ্খিরাজ বানিয়ে খুব উড়া যাবে। আজকের দিনটা শুধু কষ্ট করে পার করা!
পাগলা হাওয়া প্রাণ ছুটিয়ে দিলেও মনে রাখতে হবে বাইরে রোদ আছে। আর খুব খুব ঘামও হবে। পাতলা সুতির কাপড়, সানগ্লাস, সানব্লকের কথা ভোলা যাবে না একদম। খেতে হবে অনেক অনেক পানি। আর প্রাণ ভরে শুষে নিতে হবে বাতাসের আরাম, যেন কষ্টের গরমের দিনগুলো আজকের দিনের কথা ভেবে পার করা যায়।
শুভ কাটুক সপ্তাহের শেষ দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook