Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁচার জন্য রোকনের দরকার ৩০ লাখ টাকা


২৪ এপ্রিল ২০১৮ ২১:৩৬

।। সারাবাংলা ডেস্ক।।

মো. আবু হাসান রোকন। একজন স্বপ্নবাজ তরুণ। একজন কবি। রংপুরের সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় ও কলেজের মার্কেটিং বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

বেশ কয়েক বছর ধরে তিনি থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু এই যুদ্ধে টিকে থাকার মতো সামর্থ তার নেই। তিনি অনেক সংগ্রাম করে পড়ালেখা করতেন।

রোকন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম কামরুজ্জামান এর অধীনে চিকিৎসাধীন আছেন।
সম্ভাবনাময় এই তরুণকে সুস্থ করে তুলতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। আমরা সবাই চাইলে বাঁচতে পারবে রোকন। বাঁচবে একটি স্বপ্ন। একটি পরিবারের স্বপ্ন।

রোকনের বিকাশ নাম্বারঃ

01740386540
01745366258

রোকনের ব্যাংক একাউন্টঃ

Md. Abu Hasan Rokon
Dutch Bangla Bank
7017015807053

সারাবাংলা/এমআইএস/

 

মানবিক আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর