Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হয়ে গেল একসময়ের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার

মোহাম্মদ আল কাওসার কনক
২ জুলাই ২০২২ ১৮:০৬

আর চলবে না একসময়ের জনপ্রিয় ব্রাউজার মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২১ সালের আগস্ট মাস থেকেই ব্রাউজারটি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২১ সালে করোনাকালীন সময়ে তা বন্ধ হয়নি। অবশেষে, প্রায় এক বছর পর এটি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর মধ্য দিয়ে চালু হওয়ার ২৭ বছর পর বন্ধ হয়ে গেল একসময়ের জনপ্রিয় ব্রাউজারটি।

প্রায় এক বছর পর ইন্টারনেট এক্সপ্লোরার আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট

প্রায় এক বছর পর ইন্টারনেট এক্সপ্লোরার আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট

১৯৯৫ সালে ব্রাউজারটির প্রথম পথচলা শুরু হয়। উইন্ডোজ ৯৫-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসেবে এ ব্রাউজার চালু করে বিল গেটস ও পল অ্যালেনদের মাইক্রোসফট। এরপর অবশ্য উইন্ডোজের পুরো প্যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে কোম্পানিটি। চালু হওয়ার কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীরা ব্রাউজার বলতে ইন্টারনেট এক্সপ্লোরারকেই বুঝতো।

বিজ্ঞাপন

অনেকেরই প্রথম ই-মেইল, গুগল, ইয়াহুর অভিজ্ঞতা তৈরি হয় এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই। ওই সময় বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষই এ ব্রাউজারটি ব্যবহার করত। অত্যধিক জনপ্রিয়তার কারণে ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাউজারটির ১১টি আপডেট ভার্সন বাজারে আসে।

১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারনেট এক্সপ্লোরারের ১১টি আপডেট ভার্সন বাজারে আসে

১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারনেট এক্সপ্লোরারের ১১টি আপডেট ভার্সন বাজারে আসে

তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সেই ছবি। আরও আধুনিক মজিলা ফায়ারফক্স, অ্যাপলের সাফারি ও গুগলের ক্রোম ব্রাউজারের দাপটে ক্রমেই জনপ্রিয়তা হারাতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার।

বিজ্ঞাপন

গত বছরের (২০২১) এক পরিসংখ্যানমতে, বিশ্বে মোট কম্পিউটার ব্রাউজার ব্যবহারকারীদের মাত্র ২ শতাংশ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। গুগল ক্রোম ব্যবহার করেন ৬৫ শতাংশেরও বেশি মানুষ। আর অ্যাপলের সাফারি ব্যবহার করেন ১০ শতাংশ মানুষ।

২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এজ ব্রাউজার আনে মাইক্রোসফট

২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এজ ব্রাউজার আনে মাইক্রোসফট

যার ফলে ২০১৬ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং ফিচারের আপডেট করা বন্ধ করে দেয় মাইক্রোসফট। এর আগে ২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এজ ব্রাউজার আনে তারা। ক্রোমের সঙ্গে অনেকটাই মিল রাখা হয় ব্রাউজারটির। মূলত এরপর থেকেই ধীরে ধীরে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে নেয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট।

সারাবাংলা/এএসজি

ইন্টারনেট এক্সপ্লোরার প্রযুক্তি ফিচার বন্ধ হয়ে গেল একসময়ের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর