১৪২৪ সনের শেষ দিনে
১৩ এপ্রিল ২০১৮ ১৩:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ১৩:০৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।
আজ চৈত্রের ৩১ তারিখ, ১৪২৪ সালের শেষ দিন। আগামীকাল থেকেই নতুন একটা সাল।
১৪২৪ সাল যেতে যেতে অনেক ঝড় ঝাপটা দিয়ে গিয়েছে, শেষদিন আজও দুপুরে ঝড় হওয়ার সম্ভাবনা।
কালও ঝড় ঝাপটা দিন গেল, কিন্তু বৃষ্টি আর হলো কই? এই সুযোগে গরম একটু বেড়ে গেছে, আজকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে।
গরমের জন্য প্রস্তুতি পর্ব তাহলে ভালোই কাটলো, এবার কাল থেকে শুরু হবে আসল গরমে থাকা।
নিরাপদে কাটুক বছরের শেষ দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম