বৈশাখে পান্তা খাব শুঁটকি ভর্তা দিয়ে: প্রধানমন্ত্রী
১২ এপ্রিল ২০১৮ ১৩:৫২ | আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৩:৫৩
বৈশাখে পান্তা ইলিশ নয়, শুঁটকি ভর্তা দিয়ে পান্তাভাত খেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে রংপুরের পীরগঞ্জের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। সেখানে এক আদিবাসী নারী পহেলা বৈশাখে তাকে পীরগঞ্জে পান্তা ইলিশের দাওয়াত দেন।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বৈশাখে ইলিশ নয়, পান্তা ভাত খাব শুঁটকি ভর্তা দিয়ে।
উল্লেখ্য প্রতিবছরই বৈশাখে পান্তাভাতে ইলিশ মাছ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান থাকে প্রধানমন্ত্রীর। গণভবনে তার নিজের আয়োজনেও থাকে না ইলিশের কোনও পদ। এবারও থাকবে না বলেই জানিয়েছে ঘনিষ্ট সূত্রগুলো।
সারাবাংলা/এমএম