প্রতিবেশী মেঘ এলো বেড়াতে!
১৪ ডিসেম্বর ২০১৭ ০৯:২৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:০৬
সারাবাংলা ডেস্ক
ঢাকা : শীতের বুড়ির জ্বলেনি চুলা, ভেজা ছিল কাঠ- তাই ধোঁয়ায় ভরেছে সারাদেশ! পৌষের ফিসফাস, হিম হিম বাতাস, জমে গেছে চারপাশ। ঢাকা ঢেকেছে ধোঁয়া, এখনই হচ্ছে না ফেরা- আপাতত মেঘজটে লঞ্চ, নৌকা, ফেরি।
বৃহস্পতিবার মাঝরাত থেকে মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টিসীমা চারশো মিটার, কোথাও কোথাও তার চেয়ে কম। তাই অভ্যন্তরীণ নৌরুট ব্যস্ত হতে বাজবে সকাল ন’টা। কোনো সংকেত নেই, তবে নৌযান চলবে সতর্কভাবে।
সাগরের দক্ষিণে রয়েছে মৌসুমী লঘুচাপ। তার আমন্ত্রণে আমাদের উচ্চচাপ বলয়ের কাছে বিহার ও তার প্রতিবেশী রাজ্য থেকে বাংলাদেশ ভ্রমণে আসছে মেঘ। সকালে যেমন দেখেছেন, ঠিক তেমন সারাদিনই দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে ছুটে আসা বাতাসে ভেসে আসবে প্রতিবেশী দেশের মেঘ। সন্ধ্যা থেকে ফের কমতে থাকবে তাপমাত্রা।
আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমে যেতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের তাপমাত্রা বদলাবে না খুব একটা। আগামীকাল শুক্রবার, সাপ্তাহিক বন্ধ থাকবে অধিকাংশ প্রতিষ্ঠান- পরশু শনিবার একইসাথে মহান বিজয় দিবস। তাই রাজধানীবাসী চট করে পরিকল্পনা করে ফেলতে পারেন ঢাকার অদূরে কিংবা একটু দূরে সকালের নাস্তায় খেজুরের রস ও খই অথবা নারকেল দিয়ে ভাপা পিঠা!
বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় পাঁচটা বেজে যখন চৌদ্দ মিনিট, তখন ঝুপ করে নেমে আসবে সন্ধ্যা। এ সময়ের মধ্যেই শেষ করতে হবে আপনার পরিকল্পিত সমস্ত কাজ। মাঠে যাদের ফসল রয়েছে এবং নগরে যারা বাগান করছেন, তারা আরো যত্নবান হোন। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে পর্যাপ্ত আলো পাচ্ছে না গাছ, ফলে নানা ধরনের রোগ দেখা দিতে পারে ফসলে।
একইসঙ্গে যত্নশীল হোন নিজের প্রতি। বিশেষত পরিবারের বৃদ্ধ এবং শিশুদের গরম কাপড় পড়াতে ভুলবেন না।
সারাবাংলা/এটি