ঝড়ের রাজ্যপাটের দিনে
৮ এপ্রিল ২০১৮ ০৮:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০১৮ ০৮:৫২
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
বৈশাখ আসার আগে এটা শেষ কর্ম সপ্তাহ, কই সবাই কাক গুছিয়ে নিবে তা না, ঝড়ো হাওয়া আর ঝড়ের সম্ভাবনা সব উড়িয়ে নিচ্ছে।
আজ চৈত্রের ২৫ তারিখ। রোববার। অন্য সব রোববারের মতো সবাইকে কাজে বের হতে হবে কিন্তু আকাশের দিকে তাকানোই যাচ্ছে না। ক্ষণে ক্ষণে তার মুখ ভার হচ্ছে।
মেঘের উপর মেঘ, তার উপর মেঘ এত মেঘ এসে আকাশে বসেছে যে কেউ চাইলেই আজ ছাতা নিয়ে বের হওয়ার কথা ভুলতে পারবেন না। যদি ভুলেও যান, মেঘ একটু পরপর রাশভারী চাপা গর্জনে মনে করিয়ে দিবে ছাতা কথা।
আবহাওয়ার পূর্বাভাষ বলছে মাঝে মধ্যে ঘন মেঘে আকাশ ঢেকে যাবে। তবে মেঘ বলে অতিবেগুনী রশ্মিকে হেলা করবেন না যেন, অতিবেগুনী রশ্মির থেকে নিজেকে সুরক্ষা করতে হবে।
এত মেঘ যখন আকাশে একবার না একবার তো আজ ঝড় আসবেই। বিকালের দিকে আসার সম্ভাবনাই বেশি। দুপুরেও আসতে পারে।
ঝড় হলে সাময়িকভাবে আকাশ একটু পরিষর হবে তবে আরেকটা ঝড় আসতে পারে কালকেও।
ঝড় ঝড় আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। যদিও আর্দ্রতা বেশি থাকায় ঘাম খুব হবে।
বছরের এ সময়টা রোগবালাই খুব মাথা চাড়া দিয়ে উঠে। এদের থেকে বাঁচতে, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ সকাল
সারাবাংলা/এমএ/টিএম