Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘের তলে লুকোচুরি


৫ এপ্রিল ২০১৮ ০৯:৫০ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৭:১৩

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: বুধবার (৪ এপ্রিল) হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরেও আজ মেঘ কিন্তু বাড়ি ফিরেনি। আমাদের আকাশে সূর্যের সঙ্গে বেশ লুকোচুরি খেলে বেড়াচ্ছে।

বৃষ্টির পর বাতাসের আর্দ্রতা বেশ বেড়ে গেছে, আজকে বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশের উপর। আজ খুব ঘাম হবে।

বৃষ্টির আশির্বাদ হোক আর যাই হোক তাপমাত্রা আজকে ৩৫ ডিগ্রির উপর উঠবে না। তবে ঐ যে বাতাসের আর্দ্রতা বেশি গরম অনুভূত হবে ৩৮ ডিগ্রির মতো।

মেঘ আছে বলে কী অতিবেগুনী রশ্মির বিরাম আছে? সে ব্যাটা ঠিকই আমাদের গায়ে শূল বিধাবে বলে সকাল থেকে পায়তারা করছে। আজকেও ইনডেক্স থাকবে ১০ এ।

আবহাওয়ার পূর্বাভাষ তো বলছে আজ বৃষ্টি হবে না। মেঘের এখন খেয়াল, যদি কোনো মত না বদলায় তবে আগামীকাল বিকাল পর্যন্ত কোনো বৃষ্টি নেই। তবে আগামীকাল বিকেলে হবে কালবৈশাখী, এমনই দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতে।

চৈত্রের আজ ২২ তারিখ। তার উপর বৃহস্পতিবার। কদিন বাদেই পহেলা বৈশাখ। প্রাণ নিশ্চয়ই নাচছে উদযাপনের পরিকল্পনায়। বেশ তো, তাহলে কাটিয়ে দেওয়া যাক আজকের দিনটি, কাল-পরশু জমিয়ে প্রস্তুতি নেয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবটির।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর