Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ বৃষ্টি


৪ এপ্রিল ২০১৮ ১৬:০৩ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪৫

।।সারাবাংলা ডেস্ক।।

সকালে আজ মেঘের পূর্বাভাসে বলা ছিল, আকাশে প্রায় মেঘ নেই। সকালের দিকে ছিল শূন্য শতাংশ। বেলা বাড়লে ৭০ শতাংশ হওয়ার কথা ছিল। কিন্তু মেঘের কী খেয়াল তার আজ ঝরার জন্য ঢাকাই বেছে নিলো।

এমন হঠাৎ আসা বৃষ্টিতে হতভম্ব শহরবাসী। দ্রুত বেগে চলা জীবন হঠাৎই গেলো থেমে। মাত্র ১০ মিনিটের বৃষ্টি, কিন্তু মাথা তো বাঁচাতে হবে নাকি?

শহরের মধ্যভাগে শুধুই বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে, গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁর দিক থেকে খবর পাওয়া গিয়েছে, শিলা বৃষ্টির। বনানীর বাসিন্দা তানজিনা রহমান সারাবাংলাকে জানান, বাজারের পথে জ্যামে আটকে ছিলাম আকাশ মেঘলা, হঠাৎ গাড়ির উপরে ধুমধাম ঢিল পড়ার শব্দ হলো, চেয়ে দেখি শিলা পড়ছে।

https://www.youtube.com/watch?v=jVgfQROmtP4

শহরের প্রথম এ শিলা বৃষ্টিতে বাসিন্দাদের বেশ ভোগান্তি হয়। বিশেষ করে যারা পথচারী ও ফুটপাথের বিক্রেতা।

হঠাৎ আসা বৃষ্টি সম্পর্কে সচেতন ছিলেন না আবহাওয়া অফিসও। আজকের পূর্বাভাসে বলা ছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো বৃষ্টি হবে না। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় তারা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি বৃষ্টি কতটুকু হয়েছে, কোথায় কোথায় হয়েছে।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, হঠাৎ বৃষ্টিই এই মৌসুমের স্বাভাবিক ঘটনা। প্রাক কালবৈশাখী মৌসুমে এটা হতেই পারে।

 

ছবি- হাবিবুর রহমান

 

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর