Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদে ভাজা দিন


৪ এপ্রিল ২০১৮ ০৯:২১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪৩

||মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর||

চৈত্রের আজ ২১ তারিখ। এই পর্যায় এসে চৈত্র খুব বৈশাখরূপী। তপ্ত রোদ, ছায়াহীন আকাশ আর কথা নেই, বার্তা নেই, হুট করে এসে গেল কালবৈশাখী।

গত সপ্তাহের শেষের ঝড়টির পর দুদিন গেলো একটু মেঘ মেঘ। আজকে আকাশের দূর-দূরান্ত পর্যন্ত মেঘের কোনো খোঁজ নেই। নেই মানে নেইই। একদম নেই। সকালের দিকে একদম শূন্য শতাংশ। বেলা বাড়লে কিছু বাড়তে পারে তবে না বাড়ার সম্ভাবনাই বেশি।

মেঘ যেহেতু নাই, আকাশের এই মাথা থেকে ঐ মাথা পর্যন্ত সূর্য নিজেকে মেলে ধরবে। আর বেলা ১২টা বাজার আগেই অতিবেগুনী রশ্মির ইনডেক্স ১০ হয়ে যাবে। সারাদিন অনেক কড়া রোদ থাকবে, রোদে জীবন একদম ভাজাভাজা হয়ে যাবে।
আজকে, কালকে, পরশু কোনোদিনই বৃষ্টি বাদলার সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলেছে ২৮ ঘণ্টা পরে বৃষ্টি হলেও হতে পারে।

ঢাকায় যখন এই অবস্থা তখন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টি হতে পারে। অন্য সব জায়গায় আকাশ মেঘলা কিন্তু বাতাস শুষ্ক থাকবে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। গরমের কিছু এখনও আসেইনি। তিন দিন বাদে দেখা যাবে গরম কাকে বলে!

গরমের দিনের অনুচর ছাতা, রোদ চশমা, পানির বোতল নিয়ে বেড়িয়ে পড়ুন। কড়কড়া রোদে জীবনকে একটু শানিয়ে নিতে হবে তো!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর