Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুষ্ক ‍দিন, কুয়াশাচ্ছন্ন সকাল


১২ ডিসেম্বর ২০১৭ ২৩:৫১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪২

সারাবাংলা ডেস্ক

ঢাকা : মঙ্গলবার শীতের পোশাক গায়ে যারা ঘর ছেড়েছেন গরমে অতিষ্ঠ হয়ে নিশ্চয় ভেবেছেন এটা কী আসলেই শীত ঋতু? গত তিনদিন ছিল মেঘলা আকাশ, বিষণ্ন প্রকৃতি। শীতের হাওয়ারা একটু উস্কানিও দিয়েছিল। তবে আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপটি দুর্বল হয়ে কেটে পড়েছে। আর তাই তুলে নেওয়া হয়েছে উপকূলের ৩ নম্বর সতর্ক সংকেত।

বুধবারের আবহাওয়া তাই শুষ্ক থাকছে। দিনের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি । তবে সকালের দিকে প্রকৃতি থাকবে কুয়াশাচ্ছন্ন। যদিও বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন থেকে প্রতিদিনই কমতে থাকবে দিনের তাপমাত্রা। তাই এখনো যারা শীতের পোশাক আলমারিতেই রেখেছেন তারা প্রস্তুতি নিতে শুরু করুন। বের করে রাখুন প্যাকেট করা কম্বল বা লেপ। কিনে ফেলতে পারেন হালফ্যাশনের শীতের পোশাকও।

যারা পিঠাপুলি খেতে ভালবাসেন তারা ইন্টারনেট থেকে নামিয়ে ফেলুন নতুন নতুন মজার রেসিপি। অথবা জেনে রাখুন পুরান ঢাকা কিংবা বেইলিরোডসহ রাজধানী জুড়ে পিঠাঘরগুলোর ঠিকানা। শীতের সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসুন খোলা কোনো উদ্যানে। চলে যেতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী বিজয় উৎসবে।

শীতের সন্ধ্যায় ঢুঁ মারতে পারেন শিল্পকলা একাডেমি বা মহিলা সমিতির নাটক পাড়ায় । যেখানেই যান সঙ্গে খাবার পানি আর হালকা শীতের পোশাক নিতে ভুলবেন না। এমন আবহাওয়ায় শিশুদের জ্বর-কাশি লেগেই থাকে। তাই একটু সাবধান থাকুন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর