Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় ঝড় সারাদিন


৩১ মার্চ ২০১৮ ০৯:১৬ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২:৪৪

||মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর||

আজকে চৈত্রের ১৭ তারিখ। তবে সকাল সকাল ঘুম ঘুম চোখে এ কথা বিশ্বাস না হতে পারে। মনে হবে যেন বর্ষাকালটা এসেই
গেছে।

ভোর ছয়টা-সাতটার দিকে ঢাকায় বিকট শব্দে কড়কড় করে বজ্রপাত হয়েছে। বাজ পড়ার বিকট শব্দে অনেকের ঘুম ভেঙ্গে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই ঝড় হচ্ছে কালবৈশাখী মৌসুমের শুরুর ডঙ্কা। এখন থেকে কদিন পরপরই সকালে বা সন্ধ্যায় এমন ঝড় বৃষ্টি হবে।

গতকালের বৃষ্টির পরে বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সকালের দিকে আর্দ্রতা ৯০ শতাংশের উপরে থাকবে। বেলা বাড়লে কমতে থাকবে বিকালের দিকে ৪০ শতাংশের ধারে কাছে চলে যাবে। তখন একটু ভারি ময়েশ্চারাইজার দরকার হতে পারে।

মোটামুটি আজ সারাদিনই মেঘের আধিক্য আছে। বৃষ্টির সম্ভাবনাও আছে প্রায় সারাদিন। তাই যেখানেই যাওয়া হোক ছাতা হোক অনুচর।

মেঘ আছে বলে সানস্ক্রিন না মেখে বের হওয়ার ভুল করা যাবে না, সূর্যের অতিবেগুনী রশ্মি কিন্তু আজও ‘অন ডিউটি’তে আছে। বেলা ১২টায় অতিবেগুনী রশ্মির ইনডেক্স থাকবে ১০ এ।

আজ রাত পূর্ণিমার রাত, চাঁদের আলোয় আকাশে দেখা যাবে মেঘের রথযাত্রা।

বৃষ্টিস্নাত দিনটি কাটুক, সুখে, আনন্দে ও সাফল্যে।

শুভ সকাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর