Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয় বৃষ্টি ঝেঁপে


৩০ মার্চ ২০১৮ ১০:০১ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২:৪৬

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আকাশ জোড়া মেঘ, চৈত্রেরও আজ ১৬ তম দিন। এমন দিনে একটা ঝড় বৃষ্টি আসতেই পারে। তবে ঝড়ের যে কী হয়েছে, শুধু ফাঁকিই দিচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজকে ঝড়-বৃষ্টির জবর সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের পরিমাণ ৪০-৭০ শতাংশের মধ্যে আছে। আর সকাল ৯টা থেকে দিনের মধ্যে কয়েকবার ঝড়ের সম্ভাবনা আছে।

ঝড়ের পূর্বাভাষে আরও বলা আছে ঝড় হলে শিলা বৃষ্টিও হতে পারে, বজ্রপাত তো হবেই হবে। তবে বৃষ্টি যদি না হয়, আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ থাকা স্বত্বেও সূর্যের অতিবেগুনী রশ্মির প্রতাপ অনেক বেশি। বেলা ১২টায় থাকবে ৯, আর অন্য সময়ও খুব কম থাকবে না।

আজকের দিনটা এমনিতে শুষ্ক। আকাশ মেঘলা হলেও ঘাম হচ্ছে না। তবে চুলে হাত দিলে বুঝবেন আর্দ্রতা খুব কমও নয়। চুল কেমন নেতিয়ে আছে। এগুলো সবই বৃষ্টি আসার পূর্বাভাস। সবই ঠিকঠাক মতো আছে, এখন শুধু বৃষ্টি নামার অপেক্ষা।

গরম খুব বাড়ার আগেই,
আয় বৃষ্টি ঝেঁপে,
ধান দেবো মেপে।
লেবুপাতা, করমচা
যা বৃষ্টি ঝড়ে যা…

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর