Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদত্তার ছোটবেলার ছবিতে নিজেকে খুঁজে পেল হবু স্বামী


১২ ডিসেম্বর ২০১৭ ১৫:২৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১৬:০৬

সারাবাংলা ডেস্ক

বলা হয়ে থাকে পরিচয়ের আগে কারও সাথে দেখা হলে সেটা  আমরা মনে রাখতে পারি না। তবে সম্প্রতি বাগদত্তার ছোট বেলার ছবিতে নিজেকে খুঁজে পেয়েছেন একজন। এর আগে নাকি তারা একে অপরকে চিনতেন না।

কসোভো বংশোদ্ভূত ব্রিটিশ ভেরোনা কলিকি বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছে। প্রায় এক যুগ আগে মন্টেনিগ্রোর সমুদ্র সৈকতে পারিবারের সাথে ছুটি কাটাতে গেলে ছবিটি তোলা হয়েছিলো। সে সময় তার হবু স্বামীও পরিবারের সাথে সেই সৈকতে বেড়াতে যায়।

একদিন ভেরোনা ও তার হবু স্বামী মিরান্ড বুজাকু তাদের ছোটবেলায় ছবিগুলো খুটিয়ে দেখছিলো। সে সময় সৈকতে তার পারিবারিক ছবির পেছনে একটি ছেলেকে লিলোতে ভাসতে দেখা যায় যাকে মিরান্ড নিজের ছবি বলে চিনতে পারে।

প্রথমে তারা ব্যাপারটা বিশ্বাসই করতে পারেনি। কিভাবে সম্ভব! একই সাথে, দুটি পরিবারের বেড়াতে যাওয়ার ঘটনা মিলে যেতে পারে। পরে অবশ্য মিরান্ডের পরিবার নিশ্চিত করে যে তারা ওই সময় মন্টেনিগ্রোতে ছুটি কাটাতে গিয়েছিল।

গত বছর গ্রীষ্মে কসোভতে তাদের প্রথম পরিচয়, পরের বছর তারা বাগদান সম্পন্ন করে। এর আগে তারা একে অপরকে চিনতেনও না।

কিছুদিন আগে কলিকি তার ইনস্টাগ্রামে এ ঘটনার ছবি শেয়ার করলে ৩০ হাজারের মতো লাইক, অসংখ্য কমেন্ট ও শেয়ার হয়।

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর