Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস সৃষ্টি করা দেশের প্রথম নারীরা

শাহীনূর সরকার
৮ মার্চ ২০২১ ২২:১০ | আপডেট: ৮ মার্চ ২০২১ ২৩:২৯

বাংলাদেশে নারী আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সতীদাহ ও পর্দা প্রথাগুলো থেকে বেরিয়ে বাঙালি নারীরা এখন পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে অফিস-আদালতে সফলভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়িক নেতা, সব জায়গায় নারীদের পদধ্বনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রথম নারীদের নিয়ে এই আয়োজন।

ড. শিরীন শারমিন চৌধুরী

দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার তিনি। এই রাজনীতিবিদ ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাজমুন আরা সুলতানা

বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি তিনি। ২০০০ সালে নাজমুন আরা সুলতানা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার দুই বছর পর স্থায়ীভাবে সেখানে যোগ দেন। এর প্রায় নয় বছর পর ২০১১ সালে আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন।

কবিতা খানম

কবিতা খানম বাংলাদেশের প্রথম নারী যিনি, নির্বাচন কমিশনারের দায়িত্ব পান। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এ দায়িত্ব পেয়েছিলেন তিনি।

মাহমুদা হক চৌধুরী

মাহমুদা হক চৌধুরী দেশের প্রথম নারী রাষ্ট্রদূত। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভুটানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।

খোদেজা আজম

দেশের প্রথম নারী সচিব খোদেজা আজম ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব পান। পরে ছয় মাস শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেন।

রাজিয়া বেগম

বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক রাজিয়া বেগম। ২০০১ সালের ২৮ মার্চ রাজবাড়ি জেলার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি। ২০০২ সালের ২৫ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন

রৌশন আরা বেগম

পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদ অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে দায়িত্ব পালন করেছেন রৌশন আরা বেগম। তিনি বাংলাদেশ পুলিশের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে মুন্সীগঞ্জে দায়িত্ব পালন করেছেন। রৌশন রাষ্ট্রপতি পুলিশ পদক প্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা।

ফারজানা ইসলাম

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ফারজানা ইসলাম। ২০১৪ সালের ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেরদৌস আরা বেগম

বিটিভির প্রথম নারী মহাপরিচালক ছিলেন ফেরদৌস আরা বেগম। বাংলাদেশের প্রথম নারী কর কমিশনারও ছিলেন তিনি।

রুবানা হক

রুবানা হক ব্যবসার শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ এর প্রথম নির্বাচিত নারী সভাপতি। ২০১৯ সালের ৬ এপ্রিল বিজিএমইএ’র নির্বাচনে বিজয়ী হন তিনি।

কানিজ ফাতেমা রোকসানা

বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম নারী বৈমানিক রোকসানা। ১৯৭৭ সালে তিনি প্রথম বাণিজ্যিক বিমান পরিচালনার সনদ পান। ১৯৮৪ সালের ৪ আগস্ট ঢাকা বিমানবন্দরে (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) বিমান দুর্ঘটনায় মারা যান তিনি।

ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন। গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি।

নিশাত মজুমদার

বাংলাদেশি প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এভারেস্টের চূড়ায় পা রাখেন।

বিজ্ঞাপন

সালমা খাতুন

সালমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক। ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারি চালক হিসেবে যোগ দেন।

সারাবাংলা/এসএসএস

আন্তর্জাতিক নারী দিবস প্রথম নারী বাংলাদেশে প্রথম নারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর