Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে কাগজের বোতলে কোকা-কোলা


১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:২৮

কাগজের বোতলে কোমলপানীয় বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কোকা-কোলা। বিশ্বজুড়ে ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধকল্পে এমন পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে কোকা-কোলার জন্য কাগজের বোতল প্রস্তুত করে দিয়েছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান। হাঙ্গেরিতে এমন দুই হাজার বোতলে কোমলপানীয় ভরে বাজারজাতের উপযোগিতা পরীক্ষা করতে যাচ্ছে কোকা-কোলা।

কোমলপানীয় বাজারজাত উপযোগী শক্তিশালী কাগজের বোতল তৈরি করবে ডেনমার্কের প্রতিষ্ঠান পাবোকো। পরিবেশবান্ধব বোতলটিতে ব্যবহার করা হবে শক্তিশালী পেপার শেল। এর ভেতরের স্তরে থাকবে প্লাস্টিকের পাতলা একটি আবরণ। বোতলটি হবে শতভাগ পুনব্যবহারযোগ্য। একইসঙ্গে এটাও নিশ্চিত করা হবে—বোতলে ব্যবহৃত কোনো উপাদান পানীয়তে যেন মিশে না যায়।

বিজ্ঞাপন

পাবকো জানায়, কোমলপানীয় ধারণ উপযোগী এই বোতল তাদের সাত বছর গবেষণার ফসল। এসব বোতল ব্যবহারের ফলে প্লাস্টিকের ব্যবহার কমবে। উল্লেখ্য, প্লাস্টিক দূষণে দায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোকা-কোলা শীর্ষে। বিশ্বের অন্যতম কোমল পানীয় ব্র্যান্ডটির অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের সমালোচনা বরাবরই করে আসছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

পরিবেশবান্ধব বোতল ব্যবহারে অন্যান্য পানীয় ব্র্যান্ডগুলোও উদ্যোগ নিয়েছে। হাঙ্গেরিতে কোকা-কোলার পাশাপাশি কাগজের বোতল পানীয় বাজারজাতের পরীক্ষা চালাবে বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লসবার্গও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর