Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন!


২৮ জানুয়ারি ২০২১ ১৪:৪৭ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:৫১

ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের ডামাডোল বাজছে। এরইমধ্যে প্রতিপক্ষকে বাক্যবাণে বিদ্ধ করার খেলায় মেতে উঠেছেন রাজনৈতিক নেতারা। তবে ওই রাজ্যে বিজেপি সভাপতির ফেসবুক পোস্টে ফুঁসছে এপার-ওপার বাংলার নেটিজেনরা।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, কিছু ছবির উপরে লেখা, ‘ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা’, ‘তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা’, ‘মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান’, ‘তৃণমূলের পুজোয় বাংলাদেশী ক্রিকেটার’। আর নীচে বড় অক্ষরে লেখা, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’। অপর এক পোস্টারে লেখা দেখা যায়, ‘মমতার দাবি: কলকাতা সহ দেশে ৪টি রাজধানী’। দিলীপ ঘোষের ফেসবুক পেইজে এমন বাক্য সম্বলিত ছবি পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন একদল বিজেপি নেতাকর্মী। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এছাড়া তৃণমূলের নির্বাচনী প্রচারে বাংলাদেশ থেকে অভিনেতারাও এর আগে অংশ নিয়েছেন। মূলত এসব বিষয়ে কটাক্ষ করতেই দিলীপ ঘোষের এমন পোস্টার।

তবে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে দলবাজি ও জাতিগত ইস্যুতে কটাক্ষ করায় পশ্চিমবঙ্গে সমালোচনার মুখে পড়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের ফেসবুক পোস্টের কমেন্টবক্সে তার এমন পোস্টারের নিন্দা জানিয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

একজন মন্তব্য করেন, ‘আপনাদের মুখে তো সোনার বাংলা শোনা যায়, তা সেটা তো বাংলা দেশের রাষ্ট্রীয় সঙ্গীত, আপনিও কি বাংলাদেশী?’ অপর আরেকজনের মন্তব্য, ‘আপনাদের লজ্জা থাকা উচিত, যারা নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান ব্যক্তির জন্মদিনেও পার্টিবাজি করতে ছাড়লো না তাদের মুখে এসব কথা মানায় না।’

দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর