মহামারিকালে কাজের পুরস্কার— অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স
২৩ ডিসেম্বর ২০২০ ২০:০২ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:০৩
করোনাভাইরাস মহামারিতে যেসব অভিবাসী— ’সম্মুখসারির যোদ্ধা’র ভূমিকায় কাজ করেছেন— তাদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স। এসব অভিবাসীদের ফাস্ট-ট্র্যাক, অর্থাৎ— অগ্রাধিকারভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭০০ অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন বা প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। খবর বিবিসি।
দ্রুত নাগরিকত্ব দেওয়ার এ উদ্যোগটি গত সেপ্টেম্বরে ঘোষণা করে ফ্রান্স। মহামারিকালে যারা সাধ্য অনুযায়ী সম্মুখসারির যোদ্ধা হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করেছেন— তাদেরকে নাগরিকত্বের চেয়ে আবেদন করার আহ্বান করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংশ্লিষ্ট দফতরে দুই হাজার ৮৯০ জন অভিবাসীর আবেদন জমা পড়ে। আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। তবে ইতিমধ্যে ৭৪ জন আবেদনকারীকে ফ্রান্সের পাসপোর্ট প্রদান করা হয়েছে। আরও ৬৯৩ জন এ প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন।
মন্ত্রণালয়ের নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মারলিন শিয়াপ্পা বুধবার বলেন, “স্বাস্থকর্মী, পরিচ্ছন্নকর্মী, চাইল্ডকেয়ার কর্মী, চেকআউট স্টাফ: প্রত্যেকেই মহামারিকালে এই জাতির প্রতি তাদের আস্থার প্রমাণ দিয়েছে। এখন প্রজাতন্ত্রের পালা— এদের জন্য এগিয়ে আসা”।
মহামারিকালে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নকর্মী বা চাইল্ডকেয়ার কর্মীদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। ফলে এসব পেশার মানুষ— যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন— তাদের ‘সম্মুখসারির যোদ্ধা’ বলে অভিহিত করা হচ্ছে। করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বজুড়ে সম্মুখসারির যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা খাতে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির তালিকায় উপরের দিকে অবস্থান ফ্রান্সের। দেশটিতে এ পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।