বউ ছাড়া বাঁচব না: ইমরান খান
১ নভেম্বর ২০২০ ১৭:২৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:০৯
স্ত্রীকে ছাড়া জীবনের কোনো মূল্যই নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন, “স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচব না”।
সাক্ষাৎকার দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সবকিছু নিয়েই তার সঙ্গে কথা বলি। সরকারের নানা জটিল সমস্যা তার সঙ্গে আলোচনা করি। একমাত্র বোকারাই স্ত্রীর কাছে কথা লোকায়”।
তিনি বলেন, “সে (বুশরা খান) আমার আত্মার আত্মীয়। আমার সঙ্গী। তাকে ছাড়া আমি বাঁচতে পারব না”।
পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৮ সালে তার আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর কয়েক মাসের মধ্যেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। ইমরান খান বরাবরই স্ত্রী বুশরার জ্ঞানের প্রশংসা করে থাকেন।