রশিদ খানের স্ত্রী আনুষ্কা শর্মা!
১২ অক্টোবর ২০২০ ২০:৪৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের স্ত্রী হিসেবে গুগল পরিচয় করিয়ে দিচ্ছে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে। গুগলে এমন অবাক করা তথ্য পেয়ে শোরগোল পড়েছে নেট পাড়ায়। আনুষ্কা শর্মা অবশ্য এমন পরিচিত এক মুখ যিনি নিজেই একজন সেলিব্রেটি, তাই এমন বিভ্রান্তকর তথ্য মূলত হাসির খোরাক হয়েছে।
তবে গুগলে ‘রশিদ খান ওয়াফ’ লিখে সার্চ দিলে নাম আসছে আনুষ্কা শর্মার। রশিদ খান সম্পর্কেও সেখানে পাওয়া যাচ্ছে সংক্ষিপ্ত তথ্য। তবে সেখানে লেখা— রশিদ খান নাকি বিবাহিত এবং তার স্ত্রী আনুষ্কা শর্মা। এমনকি বিয়ের তারিখ হিসেবে দেওয়া আছে— আনুষ্কা-বিরাটের বিয়ের তারিখ, ২০১৭ সালের ১১ ডিসেম্বর।
গুগলে কেন এমন বিভ্রাট? ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১৮ সালে ইনস্টাগ্রামে ভক্তদের এক প্রশ্নের জবাবে রশিদ খান বলেছিলেন, তার পছন্দের অভিনেত্রী আনুষ্কা শর্মা। এছাড়াও বলিউড অভিনেত্রী প্রিতি জিনতার নামও বলেছিলেন তিনি। পরে ফ্যানরা রশিদ খানের দেওয়া এই তথ্য এত বেশি ছড়িয়েছেন যে গুগল ভেবে বসেছে তার স্ত্রী বুঝি আনুষ্কা শর্মা। এর ফলেই গুগলে রশিদ খানের স্ত্রীর পরিচয় হিসেবে আসছে তার প্রথম পছন্দের অভিনেত্রীর নাম।